লামায় একটি মন্দিরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাতে উপজেলার লামা সদর ইউনিয়নের মেরাখোলা হরি মন্দিরে এ চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে লামা থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। মন্দির কমিটির সভাপতি সাধন সেন ও সাধারণ সম্পদক ডা. বিশ্বনাথ দে বলেন, লক্ষ্ণী পূজা শেষ করে মন্দির কমিটির সদস্যবৃন্দ ও অন্যান্য লোকজন শুক্রবার রাত ১১ টার দিকে মন্দির ত্যাগ করেন। রাতের কোন এক সময় চোরের দল মন্দিরের সীমানা প্রাচীর টপকিয়ে ভিতরে প্রবেশ করে। এসময় তারা দরজার তালা ভেঙে দুটি দানবাক্স, একটি ছোট স্বর্ণের মূর্তি, ৩টি পিতলের মূর্তি, নারায়ণ মূর্তির গলার চেইন, এক জোড়া কানের দুল, এক জোড়া হাতের চুড়ি ও মন্দিরে ব্যবহৃত পিতলের জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। সকালে মন্দিরের সেবক মন্দির পরিষ্কার করতে আসলে বিষয়টি নজরে আসে। লামা সদর ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। এ বিষয়ে থানায় অভিযোগ দেয়া হয়েছে। লামা থানা অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, মন্দিরে চুরির ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে।