লামায় তক্ষকসহ দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার দিবাগত রাত সাড়ে ১১টায় লামা–চকরিয়া সড়কের ইয়াংছা ছয় মাইল নামক এলাকায় মোটর সাইকেলে করে তক্ষক পাচারকালে টহল পুলিশদল একটি তক্ষকসহ ওই দুই ব্যবসায়ীকে আটক করে।
পুলিশ জানায়, উপজেলার ৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ছয় মাইল নামক স্থানে লামা–চকরিয়া সড়কে একটি মোটর সাইকেলে তল্লাশি চালায় পুলিশ। এ সময় মোটর সাইকেলে থাকা চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের মাদ্রাসা পাড়ার মো. নুরুল হুদার পুত্র মো. কুতুব উদ্দিনের (৪২) কাছে প্লাস্টিকের ব্যাগে তল্লাশি করে একটি তক্ষক উদ্ধার করা হয়। এ সময় কুতুব উদ্দিনসহ মোটরসাইকেল চালক মো. নাজিম উদ্দিনকে (৪৫) আটক করে পুলিশ। একইসাথে তক্ষক পরিবহনে ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন মোটর সাইকেলটিও জব্দ করা হয়। আটক মোটর সাইকেলচালক নাজিম উদ্দিন চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের সিকদার পাড়ার মৃত মোহাম্মদ পেটানের পুত্র। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুই ব্যক্তি নিজেদেরকে তক্ষক ব্যবসায়ী বলে জানিয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, এই বিষয়ে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর ৩৯/৪১ ধারায় মামলা নেয়া হয়েছে।