আজ লামা উপজেলার ৭ ইউনিয়নে নির্বাচন। নির্বাচনে চেয়ারম্যান পদে ১৮ জন, সাধারণ সদস্য পদে ২২১ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠানের লক্ষ্যে স্থানীয় প্রশাসন ও রিটার্নিং অফিসারের কার্যালয় ইতিমধ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। এবারের নির্বাচনে ৭ ইউনিয়ন সর্বমোট ৫৭ হাজার ৯৮৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে মহিলা ভোটার ২৮ হাজার ১৫ জন এবং পুরুষ ভোটার ২৯ হাজার ৯৬৯ জন।
উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, ইউপি নির্বাচনের দ্বিতীয় ধাপে লামা উপজেলার ৭টি ইউনিয়নে আজ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়নগুলো হচ্ছে- গজালিয়া, লামা, ফাঁসিয়াখালী, আজিজনগর, সরই, রুপসী পাড়া ও ফাইতং। ৭ ইউনিয়নে মোট ৬৪টি কেন্দ্রে ২০০ ভোট কক্ষে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ৬৪ জন প্রিজাইডিং অফিসার, ২শ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৪শ জন পোলিং অফিসার ভোট গ্রহণের দায়িত্ব পালন করবেন।
লামা উপজেলা নির্বাচন অফিসার মো. আলমগীর হোসেন জানান, ভোটাররা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে পারে সে লক্ষে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ১১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাচনে দায়িত্বে রয়েছেন। প্রতি ইউনিয়নে পুলিশের স্পেশাল মোবাইল টিমসহ পর্যাপ্ত সংখ্যক পুলিশ ও আনসার-ভিডিপি দায়িত্ব পালন করবেন। এছাড়া র্যাবের ৩টি স্ট্রাইকিং ফোর্স ও ৩ প্লাটুন বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন।