লামায় ৫ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

অবৈধভাবে বালু উত্তোলন

বান্দরবান প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:২৮ পূর্বাহ্ণ

বান্দরবানের লামায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারী পেতিন্যার ছড়া এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেবের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে আবদুস সালাম (৫৫), জমির উদ্দিন (৪০) নামক দুই ব্যক্তিকে ৬ মাস করে এবং মিজানুর রহমান (৩৫), সাদ্দাম হোসেন (২৫) ও নুরুল আমিন (২৭) নামক তিন ব্যক্তিকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

প্রশাসন জানায়, লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারী পেতিন্যার ছড়া এলাকায় মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছিল বালু ব্যবসায়ীরা। এ সময় সেনাবাহিনীপুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে ৫ জনকে আটক করা হয়। পরিবেশ বিপন্ন করে বালু উত্তোলনের অভিযোগে তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দেন ভ্রাম্যমাণ আদালত।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫() ধারা মোতাবেক আটক ৫ জনকে সাজা দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ বিপন্নকারী কাউকে ছাড় দেওয়া হবে না।

পূর্ববর্তী নিবন্ধযুবদের আচরণগত পরিবর্তন দেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে
পরবর্তী নিবন্ধফি ছাড়াই ২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশিদের ভিসা দেবে পাকিস্তান