লামায় মোটর চোর সিন্ডিকেট সদস্য আটক

লামা প্রতিনিধি | শনিবার , ৩০ নভেম্বর, ২০২৪ at ১০:২৯ অপরাহ্ণ

বান্দরবানের লামায় পানির মোটর চুরি করে ধরা খেল মোহাম্মদ রাসেল (২৪) এক ব্যক্তি। সে বরইতলী গরু বাজার ৩নং ওয়ার্ড মৌজার ঘোনা মোর্শেদ আলী ভাড়াবাড়ি ঘরে থাকতো।

গোপন তথ্যের ভিত্তিতে শনিবার (৩০ নভেম্বর) সকাল ১০টায় পূর্বে চিহ্নিত চোর মোহাম্মদ রাসেল (২৪) আটক করে স্থানীয়রা। এ সময় তার এক সহযোগী খবর পেয়ে পালিয়ে যায়। পরে মোর্শেদ বাড়ি থেকে চুরি হওয়া মোটরসহ চুর যুবককে ধরে বেঁধে রাখলেন গ্রামবাসীরা।

মাগনামা পাড়া গ্রামে ঘটনাটি ঘটে। চুরি হওয়া মোটর মালিকরা লামা থানায় খবর দেওয়া হলে চুর ও মোটরসহ যুবককে থানায় নিয়ে যায়।

আটক যুবকের অন্যজন ফাইতং ইউনিয়ন মগনামা পাড়া ৭নং ওয়ার্ড এলাকার রশিদ বাদশা পুত্র মোহাম্মদ ইয়াছিন (২৫)। লামা থানার কর্মকর্তা (ওসি) মো. শাহাদৎ হোসেন বলেন, এ বিষয়ে আইনী পদক্ষেপ নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধসাগরে মাছ ধরতে গিয়ে টেকনাফের জেলে নিখোঁজ
পরবর্তী নিবন্ধসাংবাদিক মুন্নি সাহা গ্রেফতার