বান্দরবানে লামা উপজেলার সরইয়ে অস্ত্রের মুখে ৭ শ্রমিককে অপহরণ করা হয়েছে। মুক্তিপণ বাবদ স্বজনদের কাছে ৮ লাখ টাকা দাবি করেছে অপহরণকারীরা। গত শনিবার দিবাগত রাত দেড়টার সময় সরই ইউনিয়নের লুলাইং এলাকায় আমবাগানে এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানান, লামার সরই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের লেমুপালং এলাকায় খামারবাড়ি আমবাগান থেকে অস্ত্রধারীরা ৭ জন শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়। তাৎক্ষণিক অপহৃতদের নাম ঠিকানা জানা যায়নি। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ তাদের উদ্ধারে যৌথ অভিযানে নেমেছে। ৭ শ্রমিকের মুক্তির জন্য অপহরণকারীরা তাদের স্বজনদের কাছে ৮ লাখ টাকা দাবি করেছে বলে স্থানীয়রা জানান।
সরই ইউনিয়নের চেয়ারম্যান মো. ইদ্রিস কোম্পানি বলেন, আমবাগান এলাকা থেকে কাঠুরিয়া ৭ জন শ্রমিককে অপহরণের কথা শুনেছি। অপহরণকারীরা কারা সেটি এখনও জানতে পারিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার জানান, লামায় দুর্গমাঞ্চল থেকে ৭ জন শ্রমিককে অপহরণের খবর পেয়েছি। অপহৃতদের উদ্ধারে সেনাবাহিনী ও পুলিশ অভিযান শুরু করেছে। ঘটনাস্থল দুর্গম হওয়ায় তথ্য পেতে সময় লাগছে। মুক্তিপণ দাবির বিষয়টি শুনিনি।
প্রসঙ্গত, চলতি বছরের গত ১৪ জানুয়ারি গভীর রাতে একই এলাকা থেকে ৭ জন শ্রমিককে অপহরণ করা হয়েছিল। পরে মোটা অংকের মুক্তিপণ দিয়ে অপহৃতরা ছাড়া পান।