লামায় অবৈধ ইটভাটাকে ৭ লক্ষ টাকা জরিমানা

১৮'শ ফুট কাঠ জব্দ

লামা প্রতিনিধি | বৃহস্পতিবার , ৬ মার্চ, ২০২৫ at ৫:৪৬ অপরাহ্ণ

উচ্চ আদালতের নির্দেশনা উপেক্ষা করে পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় ফাইতং ইউনিয়নে অবৈধভাবে পাহাড় কাটা ও জ্বালানি কাঠ ব্যবহারের দায়ে F.A.C ব্রিকস, প্রো: ফরিদুল আলম-কে ৭ লক্ষ টাকা ও বন আইনে ১০ হাজার টাকা জরিমানা আদায় ও ১৮শত ঘনফুট কাঠ জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।

তাছাড়াও পানি দিয়ে ইটভাটা সমূহের চুল্লির আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। বৃহস্পতিবার (৬লা মার্চ) দুপুর ১২টায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করে লামা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন এবং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুপায়ন দেব।

এক্সিকিউটভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন বলেন, আজ ফাইতং ইউনিয়নে F.A.C ব্রিকস, প্রো: ফরিদুল আলম-কে ইটভাটায় অবৈধভাবে পাহাড় কাটা ও জ্বালানি কাঠ ব্যবহারের দায়ে ৭লক্ষ ১০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অবৈধ ইট পোড়ানো, পাহাড় কাটা ও জ্বালানী কাঠ ব্যবহার করা থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয় এবং ইটভাটা অনুমোদিত কোনো বৈধ ইটের ভাটা নেই। অবৈধ ইটের ভাটা বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অভিযানে সহযোগিতায় ছিলেন বান্দরবান পরিবেশ অধিদপ্তরে সহকারী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম ,লামা বন বিভাগ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও থানা পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে আ.লীগ ও ছাত্রলীগের আরও ৩৩ নেতাকর্মী গ্রেফতার
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে ভারতীয় সিগারেট জব্দ, বিএনপির নেতাকর্মীসহ আটক ৪