লাভলেনে আগুনে পুড়লো চারটি বসতঘর

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৬ ডিসেম্বর, ২০২৪ at ৫:৪৬ পূর্বাহ্ণ

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে নগরের কোতোয়ালী থানার লাভলেনে ৪টি বসতঘর পুড়ে গেছে। গতকাল ভোরে এ দুর্ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুর রাজ্জাক বলেন, ভোর ৫টা ৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। নন্দনকানন ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ভোর ৫টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ২টি পরিবারের ৪টি বসতঘরের আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে গেছে।

পূর্ববর্তী নিবন্ধনগরবাসীর মানসিক স্বাস্থ্যের ওপর নজর দিতে হবে
পরবর্তী নিবন্ধস্বামীর করা যৌতুকের মামলায় স্ত্রী, শ্বশুর শাশুড়ি ও শ্যালকের বিচার শুরু