লাদাখে নদীতে সেনাবাহিনীর গাড়ি, নিহত ৭

| শনিবার , ২৮ মে, ২০২২ at ৮:১৪ পূর্বাহ্ণ

ভারতের লাদাখে সেনাবাহিনীর একটি গাড়ি সায়ক নদীতে পড়ে কমপক্ষে সাতজন সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৯ সেনা সদস্য। বৃহস্পতিবার এই দুর্ঘটনা ঘটে। ভারতীয় বার্তা সংস্থা এএনআইর প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। খবর বাংলানিউজের।
এএনআইর প্রতিবেদনে বলা হয়, গাড়িটিতে ২৬ সেনা সদস্য ছিল। স্থানীয় সময় সকাল ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে। গাড়িটি ৫০ থেকে ৬০ ফুট নিচে পড়ে যায়। সেনা সদস্যরা একটি ট্রানজিট ক্যাম্প থেকে সাব সেক্টরের দিকে যাচ্ছিলেন। ভারতের সেনাবাহিনীর একজন কর্মকর্তা এএনআইকে জানিয়েছেন, আহতদের অবস্থা আশঙ্কাজনক।
ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া একটি বিবৃতিতে বলা হয়, আহতদের সর্বোত্তম চিকিৎসা সেবা নিশ্চিত করার ব্যবস্থা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসাংবাদিক শিরীনকে ইচ্ছা করেই হত্যা করা হয়েছে
পরবর্তী নিবন্ধইউক্রেনের আরেকটি গুরুত্বপূর্ণ শহর দখলের দাবি রাশিয়ার