লাখো উইঘুরের জন্ম কমিয়ে দিতে পারে চীনের জন্মনিয়ন্ত্রণ নীতি

| বুধবার , ৯ জুন, ২০২১ at ৬:৪৯ পূর্বাহ্ণ

চীন সরকারের জন্ম-নিয়ন্ত্রণ নীতির কারণে আগামী ২০ বছরের মধ্যে দেশটির দক্ষিণের শিনজিয়াং প্রদেশের সংখ্যালঘু উইঘুর জনগোষ্ঠীর সংখ্যা এক-তৃতীয়াংশ হ্রাস পেতে পারে বলে নতুন এক বিশ্লেষণে দাবি করা হয়েছে। জার্মানির গবেষক আদ্রিয়ান জেনজ এই বিশ্লেষণে বলেন, আঞ্চলিক নীতির কারণে এ সময়ের মধ্যে সংখ্যালঘু জনগোষ্ঠীর মোট সংখ্যা ২৬ লাখ থেকে ৪৫ লাখ পর্যন্ত কমে যেতে পারে। খবর বিডিনিউজের।
চীন গত সপ্তাহে দেশে জন্মহার কমতে থাকার মধ্যে দম্পতিদের তিন সন্তান নিতে দেওয়ার নতুন নীতি ঘোষণা করেছে। কিন্তু উইঘুর অধ্যুষিত শিনজিয়াং প্রদেশের ফাঁস হওয়া কিছু নথি ও সাক্ষ্য থেকে দেখা গেছে, সেখানে একেবারেই বিপরীত নীতি চালু আছে। কোনও নারী জন্মনিয়ন্ত্রণের কোটা পার করলে তাকে আটক করা হচ্ছে বা শাস্তি দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিবিসি। পশ্চিমা অনেক দেশের অভিযোগ, সন্ত্রাসবাদ দমনের নামে চীন সরকার শিনজিয়াংয়ে গণহত্যা চলাচ্ছে। সেখানে নারীদের জোর করে জন্মনিয়ন্ত্রণে বাধ্য করা হচ্ছে। চীন অবশ্য ওই অভিযোগ বরাবরই অস্বীকার করে বলে আসছে যে, অন্য কারণে সেখানে জন্মহার হ্রাস পাচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধঅবৈধভাবে যুক্তরাষ্ট্রে আসবেন না: কমলা হ্যারিস
পরবর্তী নিবন্ধকানাডায় ট্রাক চাপায় মুসলিম পরিবারের ৪ জনকে হত্যা