লাকী স্টার-রেলওয়ে রেঞ্জার্স ড্র

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ২১ নভেম্বর, ২০২১ at ৯:৩১ পূর্বাহ্ণ

সিজেকেএস-সিডিএফএ প্রথম বিভাগ ফুটবল লিগে ফিরিঙ্গি বাজার লাকী স্টার ক্লাব ও বাংলাদেশ রেলওয়ে রেঞ্জার্স ড্র করেছে। গতকাল শনিবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত লিগের চতুর্থ রাউন্ডের শেষ খেলায় দু’দলের কেউই গোল করতে পারেনি। ফলে পয়েন্ট ভাগ করেই মাঠ ত্যাগ করতে হয় তাদের। চার খেলা শেষে দুই দলই এক জয় ও এক ড্র এবং দুই পরাজয়ে ৪ পয়েন্ট করে পেয়েছে।
গতকালের খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ফিরিঙ্গি বাজার লাকী স্টার ক্লাবের খেলোয়াড় মো. নেওয়াজ। তাকে ম্যান অব দ্যা ম্যাচের ক্রেস্ট প্রদান করেন সিজেকেএস কাউন্সিলর মাহমুদুর রহমান মাহবুব। প্রথম বিভাগ ফুটবল লিগে আজ পঞ্চম রাউন্ডের প্রথম খেলায় বাকলিয়া একাদশ ও কল্লোল সংঘ অংশ নেবে। এ খেলাটি বিকাল ৪.৩০টায় অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৬.৩০টায় দ্বিতীয় খেলায় অংশ নেবে পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থা ও শতদল ক্লাব। দুটি খেলাই চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধঅনূর্ধ্ব-১৫ একাডেমি কাপ ফুটবলের ফাইনালে শিকলবাহা স্পোর্টস একাডেমি
পরবর্তী নিবন্ধহার দিয়ে শুরু বাংলা টাইগার্সের