লাকী স্টারের টানা দ্বিতীয় জয়

প্রথম বিভাগ ফুটবল লিগ

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ১৪ নভেম্বর, ২০২৩ at ১০:৩৪ পূর্বাহ্ণ

সিজেকেএসসিডিএফএ অনুপ বিশ্বাস প্রথম বিভাগ ফুটবল লিগে টানা দ্বিতীয় জয় পেয়েছে ফিরিঙ্গীবাজার লাকী স্টার ক্লাব। গতকাল সোমবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় তারা ১০ গোলে রাইজিং স্টার ক্লাবকে পরাজিত করে। টানা দ্বিতীয় জয়ে লাকী স্টার ২ খেলা শেষে ৬ পয়েন্ট পেয়ে লিগ টেবিলের শীর্ষে আছে। অন্যদিকে রাইজিং ষ্টার সমান খেলায় ১ পয়েন্ট অর্জন করেছে। নিজেদের প্রথম খেলায় রাইজিং স্টার ড্র করেছিল পটিয়ার সাথে। গতকাল খেলার প্রথমার্ধে কোন দল গোল করতে পারেনি। তবে খেলায় প্রতিদ্বন্দ্বিতা ছিল। প্রথমার্ধে রাইজিং স্টার আধিপত্য দেখালেও দ্বিতীয়ার্ধে লাকী স্টার ক্লাব প্রাধান্য বিস্তার করে। রাইজিং ষ্টার গোল করার সুযোগ পেয়েছিল দুই দুইবার। কিন্তু তা কাজে লাগাতে পারেনি তারা। মেষ পর্যন্ত পরাজয়ই সঙ্গী হয় এই ঐতিহ্যবাহী দলটির। প্রথমার্ধে রাইজিং স্টারের মিলাদ বক্সে লাকী স্টার গোলকিপারকে একা পেয়েও বল গোলে দিতে পারেননি। অন্যবার মানিকের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে চড়াও হয়ে খেলতে শুরু করে লাকী স্টার। একের পর এক আক্রমন চালাতে থাকে তারা। এ অর্ধের ৭ম মিনিটে বক্সে ফাঁকায় বল পেয়ে যান দিপু মারমা। কিন্তু ঠিকমত বল আর পায়ের সংযোগ হয়নি। ফলে গোলও পাওয়া হয়নি তাদের। কাঙ্ক্ষিত গোল আসে খেলার ৩৩ মিনিটে। এসময় বক্সের ডান দিক থেকে দিপু মারমার সেন্টার আসে রাইজিং ষ্টারের গোলমুখে আর ফাঁকায় দাঁড়ানো জাহিদুল দর্শনীয় হেডে বল জালে জমা দেন। লাকী স্টার এগিয়ে যায় () গোলে। তার আগে বক্সের বাইরে থেকে রাইজিং স্টারের বদলি খেলোয়াড় সাদ বিন দুর্দান্ত শট নেন লাকী স্টার গোলমুখে। তবে লাকী স্টার কিপার প্রতিহত করে দেন শটটি।

খেলার শেষ দিকে আরো দুইবার গোলের চেষ্টা চালান রাইজিংয়ের খেলোয়াড়রা।

কিন্তু তা সফল হয়নি। ফলে মওসুমে নিজেদের প্রথম পরাজয় বরণ করে মাঠ ত্যাগ করে রাইজিং স্টার। গতকালের খেলায় ম্যাচসেরা নির্বাচিত হন জাহিদুল ইসলাম। তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর ও বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক সাইফুল্লাহ চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীর অনূর্ধ্ব-১৭ খেলোয়াড়দের সংবর্ধনা
পরবর্তী নিবন্ধমেলবোর্নে অনুশীলন শুরু বাংলাদেশ ফুটবল দলের