লাইসেন্স ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রি, ৭০ হাজার টাকা জরিমানা

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ১১ জুলাই, ২০২৪ at ৮:৫৮ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের যত্রতত্র অবৈধভাবে গ্যাস সিলিন্ডার বিক্রি বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। অভিযানে বিস্ফোরক লাইসেন্স ও ফায়ার লাইসেন্স না থাকায় তিন ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার পন্থিছিলা, বারৈয়াঢালা ও পৌরসদর বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম জানান, বিস্ফোরক লাইসেন্স ও ফায়ার লাইসেন্স না থাকায় অগ্নি প্রতিরোধ ও নির্বাপন আইনে মহিম স্টোরকে ৩০ হাজার টাকা, মদিনা স্টোরকে ২০ হাজার টাকা এবং জামাল ট্রেডার্সকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধই-কমার্স ও ডিজিটাল মার্কেট নিয়ে পোর্ট সিটি ভার্সিটিতে সেমিনার
পরবর্তী নিবন্ধআজিম-হাকিম স্কুলে মাস্টার হাফেজ স্মরণ সভা