ঢাকাই সিনেমার ক্ষণজন্মা চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার এক নম্বর আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক। এবার সেই সাবেক ভাবীকে নিয়ে মুখ খুললেন সালমানের ছোট ভাই শাহরান চৌধুরী। গত বৃহস্পতিবার সামাজিক মাধ্যম ফেসবুক লাইভে আসেন শাহরান। সেখানে তিনি সামিরা হককে নিয়ে কথা বলেন। জানান, সালমান শাহ প্রচণ্ড ভালোবাসতেন সামিরাকে। সামিরা প্রসঙ্গে কথা বলতে গিয়ে অঝোরে কেঁদে ফেলেন নায়কের ছোট ভাই। তিনি বলেন, আমার ভাই আপনাকে প্রচণ্ড ভালোবাসতো। আপনি একটু চিন্তা করে দেখবেন, আপনি যে কারণে আমার ভাইকে পছন্দ করেছিলেন, বিয়ে করেছিলেন, আপনার বাবা–মাকে ছেড়ে এসেছিলেন তখন নিশ্চয়ই আমার ভাইয়ের মধ্যে আপনি সেরকম কিছু দেখেছিলেন। ভেবে দেখবেন, পালিয়ে বিয়ে করার পর আপনার পরিবার মেনে না নিলেও আমার পরিবার কিন্তু আপনাদের ফেলে দিতে পারেনি। খবর বাংলানিউজের।
এরপর ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, সালমান শাহর আত্মহত্যা করার যে যুক্তি আপনারা দেন যে– তার আত্মহত্যার প্রবণতা ছিল! একবার ভেবে দেখবেন, আপনার সঙ্গে পরিচয়ের আগ পর্যন্ত স্বাভাবিক জীবন ছিল সালমান শাহর। সামিরাকে উদ্দেশ করে শাহরান বলেন, আমি সালমানের ভাই। সে কারণে আপনার সঙ্গে আমার একটা সুন্দর সম্পর্ক ছিল। আমি আপনাকে ফোন করেছিলাম। কিন্তু আপনি আমার ফোন ধরেননি। আমার মনে হয় আপনার বয়স হয়েছে কিংবা অনেক কিছুই আপনার মনে নাই। আমি আপনাকে ছোট করব না। কিন্তু আপনি একবার চিন্তা করে দেখেন যে, আপনি বগুড়া থেকে কোন কারণে ঢাকায় এসে আশ্রয় নিয়েছিলেন। আমার ভাই কিন্তু সবকিছুই আমার সঙ্গে শেয়ার করতো।
শাহরান আরও বলেন, আমি আজ লাইভে সেটা বলবো না যে আপনি বগুড়ায় কী করে এসেছিলেন এবং কেন ঢাকায় এসে আশ্রয় নিয়েছিলেন। সেটা আপনি ভালো করে জানেন। আমি বলবো, আপনার কর্মের জন্য আপনি মাফ চান। আল্লাহর কাছে মাফ চান।












