লাইটারেজ শ্রমিক ইউনিয়ন সাত দিনের জন্য কর্মসূচি স্থগিত করেছে। বন্দর চেয়ারম্যান দেশে না থাকায় সাত দিনের জন্য কর্মসূচি স্থগিত করা হয়। চেয়ারম্যান দেশে ফেরার পর প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে জেটির ইজারা বাতিল করা না হলে সাতদিন পর চট্টগ্রাম বন্দর এবং কর্ণফুলী নদীতে সব লাইটারেজ জাহাজে পণ্য উঠানামা বন্ধ করে দেয়া হবে। গতকাল বুধবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং লাইটারেজ শ্রমিক ইউনিয়নের মধ্যে অনুষ্ঠিত এক সভা থেকে বন্দরের কর্মকর্তাদের আশ্বাস এবং অনুরোধের প্রেক্ষিতে কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয় বলে লাইটারেজ শ্রমিক ইউনিয়ন জানিয়েছে।