পণ্যের এজেন্টদের কাছে চারশ’ কোটি টাকা আটকা পড়ার জের ধরে লাইটারেজ জাহাজ বরাদ্দ বন্ধ করে দেয়ার একদিনের মাথায় বিভিন্নমুখী তৎপরতায় সংকটের সুরাহা হয়েছে। গোয়েন্দা সংস্থার কর্মকর্তাসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের তৎপরতার প্রেক্ষিতে আগামী মাসের প্রথম সপ্তাহে আটকে পড়া অর্থ পরিশোধ করার অঙ্গিকারের পর গতরাত থেকে পুনরায় লাইটারেজ জাহাজ বরাদ্দ শুরু হয়েছে। গতরাতে অনুষ্ঠিত বার্থিং মিটিং এ বরাদ্দ দেয়ার পর ৬৪টি লাইটারেজ জাহাজ বহির্নোঙরের পথে যাত্রা করে। লাইটারেজ জাহাজের নিয়ন্ত্রক সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেলের প্রধান নির্বাহী মাহবুব রশীদ বার্থিং মিটিং হওয়ার কথা স্বীকার করে বলেছেন, ৬৪টি জাহাজ বরাদ্দ দেয়া হয়েছে। আগামী মাসের প্রথম সপ্তাহে পণ্যের এজেন্টদের নিকট আটকা পড়া চারশ’ কোটি টাকা লোকাল এজেন্টদের পরিশোধ করার অঙ্গিকারের কথাও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, সংকটের সুরাহা হয়েছে। লাইটারেজ জাহাজ চলাচল এবং দেশব্যাপী পণ্য পরিবহন স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।