তিন বছরের টেস্ট ক্যারিয়ারের মাত্র ৪টি ম্যাচ খেলেছেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু কোনোটিতেই বড় ইনিংসের দেখা পাননি। তার ক্যারিয়ারের সর্বোচ্চ ৭১। তবে ভালো খবর হলো এই দৈন্য দশা থেকে বেরিয়ে আসতে চাইছেন বাংলাদেশ দলের প্রতিভাবান এই তরুণ টপ অর্ডার ব্যাটসম্যন। ব্যাট হাতে খেলতে চাইছেন লম্বা ইনিংস। গতকাল বৃহস্পতিবার মিরপুর শেরে বংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শেষে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন। শান্ত বলেন, আমার মনে হয় শেষ দুই তিনটা ইনিংস ভালো ব্যাটিং হয়েছে। আমি সবচেয়ে যে জিনিসটা চাই তা হলো ইনিংসগুলো যেন লম্বা হয়। আর নিয়মিত পারফরম্যান্স যেন করতে পারি। আমার ব্যাটিংয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলো সেট হওয়া ইনিংসগুলো যেন বড় করতে পারি। করোনা লক ডাউনের সময়টা সতীর্থদের মতো ঘরে বসেই কেটেছে শান্তর। লক ডাউন শিথিল হলে নিজ জেলা রাজশাহীতে করেছেন ফিটনেস অনুশীলন। এরপর ঢাকায় এসে সতীর্থদের সঙ্গে যোগ দিয়েছেন।