লবণ মাঠের দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২০

বাঁশখালীর সরল ইউনিয়ন

বাঁশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ১০ ডিসেম্বর, ২০২৪ at ৬:৪১ পূর্বাহ্ণ

বাঁশখালীর উপকূলীয় সরল ইউনিয়নের লবণমাঠের দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে কমপক্ষে ২০ জন গুলিবিদ্ধ সহ আহত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় সরল ইউনিয়নের ১ নং ওয়ার্ডের দক্ষিণ সরলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সরলে সাগর উপকূলের জেগে উঠা চর লবণ চাষের জন্য দখল করতে গিয়ে আবুল হাসান গ্রুপ ও মনসুর গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে। আহতদের ১১ জন বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং ৮ জনকে চমেকে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক জন্নাতুল ফেরদৌস। আহত বেশ কয়েকজন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন বলে সূত্র জানায়। ঘটনার ব্যাপারে মনসুর আলম বলেন, আমি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছি। এলাকায় বনবিভাগের জায়গা নিয়ে মারামারি হয়েছে শুনেছি, বিস্তারিত আর তেমন কিছু জানি না।

বাঁশখালীর উপকূলীয় বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল বলেন, সরকারি খাস জায়গা দখল নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের খবর পেয়েছি তবে বিস্তারিত কিছু জানি না।

বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, সরকারি খাস জায়গা নিজেদের দখলে নেওয়ার ব্যাপারে বনবিভাগের মামলার প্রেক্ষিতে তাদের থানায় দুবার ডেকে নিষেধ করা হয়েছে, তারপরে তারা মাঠ দখলে নেমেছে। সংঘর্ষের ঘটনায় কেউ মামলা কিংবা কোন অভিযোগ করেনি এবং এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধনতুন বাংলাদেশ বিনির্মাণে সকলকে অঙ্গীকারবদ্ধ হতে হবে
পরবর্তী নিবন্ধচিন্ময়কে আলিফ হত্যায় আসামি করাসহ ১১ দফা দাবি