এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচাইতে লজ্জার একটি বিশ্বকাপ হয়েই থাকবে। কারন এই বিশ্বকাপ থেকে অর্জন বলতে কিছুই নেই বাংলাদেশের। বিশ্বকাপে পারফরম্যান্সের বিচারে বাংলাদেশের অর্জন শূন্য। তারপরও কোটি টাকার উপরে আয় করেছে প্রাইজমানি বাবদ। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে সবমিলিয়ে ৫৬ লাখ মার্কিন ডলার প্রাইজমানি ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। যেখানে চ্যাম্পিয়ন দলের জন্য বরাদ্দ রয়েছে ১৬ লাখ ডলার আর রানার্সআপ দলের জন্য থাকছে ৮ লাখ ডলার। এর বাইরে প্রতিটি জয়ের জন্যও থাকছে অর্থ বরাদ্দ। কিন্তু এই মেগা আসর থেকে খুব বেশি টাকা নিয়ে ফিরতে পারছে না বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপে আট ম্যাচের মধ্যে ছয়টিতেই হেরেছে বাংলাদেশ। এর মধ্যে সুপার টুয়েলভে হেরেছে টানা পাঁচ ম্যাচ। এর আগে প্রথম রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছেও হেরেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। তবুও দুইটি জয় এবং সুপার টুয়েলভে ওঠায় দেড় লাখ ডলার অর্থ পুরস্কার পাচ্ছে বাংলাদেশ। প্রথম রাউন্ডের দুই জয়ের প্রতিটির জন্য ৪০ হাজার ডলার করে মোট ৮০ হাজার ডলার এবং সুপার টুয়েলভে খেলার টিকিট পাওয়ায় আরও ৭০ হাজার ডলার দেয়া হবে বাংলাদেশকে। সবমিলিয়ে এবারের বিশ্বকাপ থেকে দেড় লাখ ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ২৮ লাখ টাকা নিয়ে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল।