লঙ্কান লিগে দল পেলেন কেবল তাসকিন

স্পোর্টস ডেস্ক | বুধবার , ২২ মে, ২০২৪ at ১১:০৯ পূর্বাহ্ণ

দেশের বাইরের লিগে খেলার আরেকটি সুযোগ এসেছে তাসকিন আহমেদের সামনে। লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) দল পেয়েছেন বাংলাদেশের তারকা পেসার। তাকে দলে টেনেছে কলম্বো স্ট্রাইকার্স। কলম্বোয় গতকাল মঙ্গলবার এলপিএলের পঞ্চম আসরের ড্রাফট অনুষ্ঠিত হয়। যেখানে প্রথম রাউন্ডেই দল পেয়েছেন তাসকিন। তাকে ৫০ হাজার ডলারে দলে ভিড়িয়েছে কলম্বো। ড্রাফটের আগেই আইপিএলে আলো ছড়ানো বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানের সঙ্গে সরাসরি চুক্তি করেছে ডাম্বুলা থান্ডার্স। ড্রাফটের প্রথম রাউন্ডে অবিক্রিত থেকে যায় অভিজ্ঞ ব্যাটসম্যান তামিম ইকবাল, দুই কিপারব্যাটসম্যান মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস। বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তও দল পাননি। এলপিএলের গত আসরে জাফনা কিংসের হয়ে খেলা তাওহিদ হৃদয়ও প্রথম রাউন্ডে অবিক্রিত। এখনও দল পাননি গতবার কলম্বো স্ট্রাইকার্সে ডাক পাওয়া শরিফুল ইসলামও। গত এলপিএলে ডাম্বুলা অরা থেকে ডাক এসেছিল তাসকিনের। কিন্তু তাকে অনাপত্তিপত্র দেয়নি বিসিবি। এছাড়া ২০২২ সালের আইপিএলের একটি ফ্র্যাঞ্চাইজি এই পেসারের সঙ্গে যোগাযোগ করেছিল। পরের বছর তাকে নিতে আগ্রহ প্রকাশ করে ইয়র্কশায়ার কাউন্টি ক্লাব। কোনোটিরই অনুমতি পাননি তাসকিন। পরে আইপিএলের নিলাম থেকেও প্রত্যাহার করে নিতে হয় তার নাম। ১ জুলাই থেকে শুরু হওয়ার কথা রয়েছে এবারের এলপিএল। টিটোয়েন্টি বিশ্বকাপের পরপরই অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে তাসকিনকে খেলার অনুমতি দেবে কিনা বিসিবি সেটা নিয়ে রয়েছে সংশয়।

পূর্ববর্তী নিবন্ধউত্তর কাট্টলী স্পোর্টস একাডেমির কমিটি গঠিত
পরবর্তী নিবন্ধকারাতে ব্ল্যাকবেল্ট প্রাপ্তদের সংবর্ধনা দিল বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুল