লঘুচাপটি নিম্নচাপে পরিণত

| সোমবার , ২১ নভেম্বর, ২০২২ at ৯:৫১ পূর্বাহ্ণ

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপ নেওয়ায় দেশের সমুদ্রবন্দরগুলোকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। ঘনীভূত হয়ে এটি আরও পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। তবে ঘূর্ণিঝড় হওয়ার শঙ্কা নেই। এর তেমন কোনো প্রভাব বাংলাদেশে পড়বে না। খবর বিডিনিউজের।

নিম্নচাপটি গতকাল সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ১৫২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৪৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা থেকে ১৪৪৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৪২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

এদিন তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন ১২.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নথিবদ্ধ করেছে আবহাওয়া অফিস। দেশে দিন ও রাতের তাপমাত্রা কমছে গত কয়েকদিন ধরে। আগামী ৪৮ ঘণ্টায় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, দুদিন তাপমাত্রা কমার পর ২৩ নভেম্বরের দিকে তাপমাত্রা বাড়তে থাকবে। ডিসেম্বরে শীত জেঁকে বসবে।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফ সাবরাং ট্যুরিজম পার্কের প্রশাসনিক ভবন উদ্বোধন
পরবর্তী নিবন্ধপর্নোগ্রাফির মামলায় যুবকের ৭ বছরের জেল