কঠোর লকডাউনে সারাদেশে বন্ধ হয়ে যাচ্ছে রেল যোগাযোগ ব্যবস্থা। এখন এমনিতেই ঢাকা-চট্টগ্রাম রেলসহ সবধরনের যান চলাচল বন্ধ। আগামী ২৮ জুন থেকে কঠোর লকডাউন পালিত হলে সারাদেশে রেল যোগাযোগও বন্ধ হয়ে যাবে।
এদিকে করোনা ভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতি রোধে আগামী সোমবার (২৮ জুন) থেকে সারাদেশে ৭ দিন কঠোর লকডাউন পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ নিয়ে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোভিড-১৯ সংক্রমণ রোধকল্পে আগামী সোমবার থেকে ৭ দিন সারাদেশে ‘কঠোর লকডাউন’ পালন করা হবে। এসময় জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে।
এই ব্যাপারে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার রতন কুমার চৌধুরী আজাদীকে জানান, ট্রেন চলাচলের ব্যাপারে এখনো কোনো লিখিত নির্দেশনা আসেনি। হয়তো নির্দেশনা আসবে। ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা ২৬ তারিখ পর্যন্ত টিকিট দিয়েছি। ২৭ তারিখ থেকে টিকিট দিচ্ছি না। আর যারা টিকিট ফেরত দিতে চান তারা কাউন্টারে এসে টিকিট ফেরত দিলে সাথে সাথে টিকিটের টাকা ফেরত পাবেন।