করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকারিভাবে দ্বিতীয় দফায় লকডাউনের প্রথম দিনে চন্দনাইশে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে পথচারী ও চালকসহ ১৬ জনকে ৫ হাজার ৫৫০ টাকা জরিমানা করে।
আজ বুধবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ হোসেনের নেতৃত্বে উপজেলার গাছবাড়িয়া কলেজ গেইট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
এসময় সহকারী কমিশনার (ভূমি) মাহফুজা জেরিনসহ একদল পুলিশ উপস্থিত ছিলেন।
অভিযানে সরকারি বিধিনিষেধ অমান্য করে যানবাহন চালানোয় মাইক্রোবাস চালক, মোটরবাইক চালক, সিএনজিচালিত অটোরিকশা চালক, ব্যাটারিচালিত রিকশাচালক সহ মাস্ক ব্যবহার না করায় পথচারীর কাছ থেকে ৫ হাজার ৫৫০ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।
এদিকে, চন্দনাইশ থানা পুলিশের পক্ষ থেকেও উপজেলার গাছবাড়ীয়া পুরাতন কলেজ গেইট, নতুন কলেজ গেইট, দোহাজারী সদর, চন্দনাইশ সদর এলাকায় পৃথক পৃথক টিম অবস্থান করে।
পাশাপাশি একটি মোবাইল টিম চন্দনাইশের বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন সরকার।