লংগদুতে বিপন্ন প্রজাতির লজ্জাবতি বানর অবমুক্ত

রাঙামাটি প্রতিনিধি | শনিবার , ১৮ মে, ২০২৪ at ৭:৫০ পূর্বাহ্ণ

রাঙামাটির লংগদু উপজেলায় বিপন্ন প্রজাতির ‘বেঙ্গল স্লো লরিস’ (লজ্জাবতি বানর) অবমুক্ত করেছে বন বিভাগ। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে কাচালং সংরক্ষিত বনের আওতাধীন রাঙ্গিপাড়া সংরক্ষিত বনে বিপন্ন প্রজাতির বানরটি অবমুক্ত করা হয়। এ সময় পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের পাবলাখালী রেঞ্জ কর্মকর্তা সজীব মজুমদার, রাঙ্গিপাড়া বিট কর্মকর্তা ওমর ফারুক চৌধুরী ও লংগদু সেনাজোনের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করে বন বিভাগের পাবলাখালী রেঞ্জ কর্মকর্তা সজীব মজুমদার বলেন, লংগদু উপজেলার লোকালয় থেকে উদ্ধার করা একটি বিপন্ন প্রজাতির লজ্জাবতি বানর কাচালং সংরক্ষিত বনের আওতাধীন রাঙ্গিপাড়া সংরক্ষিত বনে শুক্রবার রাতে অবমুক্ত করা হয়েছে। বেঙ্গল স্লো লরিস নামক বিপন্ন প্রজাতির এই বানর দিনে বেলায় চোখে দেখতে পারে না। যে কারণে রাতের বেলায় অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বানরটি লংগদুর গাঁথাছড়া এলাকার লোকালয় থেকে উদ্ধার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধ‘শিক্ষকরা মারধর করায়’ মাদ্রাসা থেকে চলে যায় শিশুটি
পরবর্তী নিবন্ধবিশ্ব উচ্চ রক্তচাপ দিবসে ফ্রি চিকিৎসা সেবা