লংগদুতে দেনাদারের ছুরিকাঘাতে মা-ছেলে আহত

রাঙামাটি প্রতিনিধি | বুধবার , ৩ এপ্রিল, ২০২৪ at ১১:১৪ পূর্বাহ্ণ

পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে প্রতিবেশীর হামলায় মাছেলে আহত হওয়ার খবর পাওয়া গেছে রাঙামাটির লংগদুতে। জানা গেছে, দেনাদারের হামলার সময় ছেলেকে বাঁচাতে আসায় মাকেও ছুরিকাঘাত করা হয়। গত সোমবার রাতে রাঙামাটির লংগদু উপজেলার ২ নম্বর কালাপাকুজ্জ্যা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রশিদপুর এলাকায় লিটনের দোকানের সামনে এ ঘটনা ঘটে। হামলায় আহত যুবকের নাম মো. জহির এবং অভিযুক্ত ব্যক্তির নাম মো. শাহিন। তারা সকলেই একই এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, জহিরের পাওনা ৩ হাজার ৩৫০ টাকা শাহিনের কাছে চাইতে গেলে ধাক্কাধাক্কির সৃষ্টি হয়। এরপর একপর্যায়ে মারামারি শুরু হলে শাহিন জহিরের পেটে ছুরিকাঘাত করে। এসময় ছেলেকে বাঁচাতে মা এগিয়ে আসলে মাকেও মাথায় ছুরিকাঘাতে আহত করা হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় মাছেলে দুজনকে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নেয়া হয়। জহিরের শারীরিক অবস্থার অবনতি হলে পরে খাগড়াছড়ি আধুনিক সদর হাসতালে প্রেরণ করা হয়। এদিকে, ঘটনার পর স্থানীয়রা হামলায় অভিযুক্ত শাহিনকে আটকে রেখে পুলিশকে খবর দেন। পরে লংগদু থানা পুলিশ অভিযুক্ত শাহিনকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে।

পূর্ববর্তী নিবন্ধখলিফাপট্টিতে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধবন প্রহরীদের অস্ত্রের মুখে জিম্মি করে সামাজিক বনায়নের গাছ লুট