র্যাঙ্কিংয়ে সেরা বিশে মুশফিক, ২৪ ধাপ এগোলেন লিটন
বাংলাদেশ-পাকিস্তান, ভারত-নিউজিল্যান্ড ও শ্রীলংকা-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের পারফরম্যান্স বিবেচনায় বুধবার র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ২৪ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৩১তম স্থানে জায়গা করে নিয়েছেন লিটন। প্রথম ইনিংসে ফিফটির সুবাদে ৩ ধাপ এগিয়ে সেরা বিশে ঢুকেছেন মুশফিকুর রহিম। চট্টগ্রাম টেস্টে দুই ইনিংসেই দলের ব্যাটিং বিপর্যয়ে দায়িত্ব কাঁধে তুলে নেন লিটন কুমার দাস। সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে করেন ফিফটি। ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সের ছাপ পড়ল তার র্যাঙ্কিংয়ে। তাইজুল বল হাতে আলো ছড়িয়েছেন। এই স্পিনার র্যাঙ্কিংয়ে এগিয়েছেন ৩ ধাপ। এখন আছেন ২৩ নম্বরে। নিষ্প্রভ পারফরম্যান্স বাংলাদেশ অধিনায়ককে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ৫ ধাপ নিচে নামিয়ে দিয়েছে, আছেন ৩৫তম স্থানে। এই টেস্টে না খেলা সাকিব আলি হাসান ও তামিম ইকবালের অবনতি হয়েছে ৩ ধাপ করে। বল হাতে চট্টগ্রামে তেমন কোনো অবদানই রাখতে পারেননি মেহেদী হাসান মিরাজ ও আবু জায়েদ রাহি। এতে অফ স্পিনার মিরাজ দুই ধাপ পিছিয়ে এখন ২৬ নম্বরে। ৬ ধাপ নেমে আবু জায়েদের অবস্থানে ৬৭তম।