বল হাতে ধারাবাহিক পারফরম্যান্সের ছাপ পড়ছে তাসকিন আহমেদের র্যাঙ্কিংয়ে। আইসিসি ওয়ানডে বোলারদের তালিকায় ১৫ ধাপ এগিয়েছেন বাংলাদেশের এই পেসার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ওয়ানডেতে দুর্দান্ত বোলিং করে তার এই উন্নতি । আর বোলারদের র্যাঙ্কিংয়ে সাকিব আল হাসান ফিরে এসেছেন শীর্ষ দশে। ব্যাটসম্যানদের তালিকায় উন্নতি হয়েছে তামিম ইকবালের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে আগুন ঝরা বোলিং উপহার দেন তাসকিন। দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের প্রথম বোলার হিসেবে নিয়েছেন ৫ উইকেট। ওই ম্যাচের পারফরম্যান্সে তাসকিন এখন বোলারদের র্যাঙ্কিংয়ে আছেন ৩৩তম স্থানে। সাকিব র্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়ে এখন অষ্টম স্থানে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯ উইকেটে জয়ী শেষ ওয়ানডেতে অপরাজিত ৮৭ রানের ইনিংস খেলেন তামিম ইকবাল। এই পারফরম্যান্সে চার ধাপ এগিয়ে বাংলাদেশ অধিনায়ক ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে জায়গা করে নিয়েছেন ২০তম স্থানে। ওই ম্যাচে ৪৮ রান করে লিটন কুমার দাসের উন্নতি এক ধাপ। এই ওপেনার আছেন ৩০ নম্বরে। বোলারদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা অবস্থানে এখন সাতে থাকা মেহেদী হাসান মিরাজ। ব্যাটসম্যানদের মধ্যে সেরা সতের তম স্থানে থাকা মুশফিক। বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষ সাতে আসেনি পরিবর্তন। আগের মতোই শীর্ষে নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট, দুইয়ে অস্ট্রেলিয়ার জশ হেইজেলউড ও তিনে ইংল্যান্ডের ক্রিস ওকস। ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে পাকিস্তানের বাবর আজম। পরের দুই স্থানে ভারতের বিরাট কোহলি ও নিউজিল্যান্ডের রস টেইলর। অলরাউন্ডারদের তালিকায় নিউজিল্যান্ডের কলিন ডি গ্র্যান্ডহোম ফিরেছেন সেরা দশে। আছেন ৭ নম্বরে। এখানে শীর্ষে আগের মতোই বাংলাদেশের সাকিব।