চট্টগ্রামে র্যাবের অভিযানে হাতেনাতে ধরা পড়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ১১ দালাল। যাদের দৌরাত্ম্যে অতিষ্ঠ রোগী ও স্বজনরা।
রবিবার (১৯ জানুয়ারি) বিকালে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড থেকে তাদের আটক করে র্যাব-৭।
র্যাব-৭ মিডিয়াসেল জানায়, হাসপাতালে দালালের দৌরাত্ম বেড়ে যাওয়ায় জেলা প্রশাসনের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়েছে।
এ সময় বিভিন্ন ওয়ার্ডের সামনে থেকো মোট ১১ জনকে আটক করা হয়। এর মধ্যে ৮ জনকে কারাদণ্ড এবং ৩ জনকে জরিমানা করে হয়েছে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে। তাদের পাঁচলাইশ থানায় হস্তান্তের প্রক্রিয়া চলছে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ১১ জন দালাল ধরা পড়েছে। এতে ১১ জনের মধ্যে ৮ জনকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ৩ জনকে জরিমানা করা হয়েছে। তবে থানায় এখনো হস্তান্ত করা হয়নি।