র‌্যাঙ্কিংয়ে লিটন ও জাকেরের উন্নতি

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর, ২০২৫ at ১১:০১ পূর্বাহ্ণ

নেদারল্যান্ডসের বিপক্ষে তৃতীয় ও শেষ টিটোয়েন্টিতে লিটন কুমার দাসের পঞ্চাশ ছোঁয়া ইনিংসের প্রতিফলন পড়েছে র‌্যাঙ্কিংয়ে। এই সংস্করণের ব্যাটসম্যানদের মধ্যে ছয় ধাপ এগিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। উন্নতি হয়েছে জাকের আলিরও। যথারীতি বুধবার প্রকাশিত পুরুষ ক্রিকেটারদের র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে টিটোয়েন্টি ব্যাটসম্যানদের মধ্যে এখন ৪১ নম্বরে আছেন লিটন। তালিকায় বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তার ওপরে আছেন কেবল তানজিদ হাসান। ৩ ধাপ পিছিয়ে এখন ৩৯ নম্বরে এই ওপেনার। তিন টিটোয়েন্টির সিরিজে ডাচদের ২০ ব্যবধানে হারানোর পথে ব্যাট হাতে ধারাবাহিক ছিলেন লিটন। প্রথম দুই ম্যাচেই অপরাজিত ছিলেন তিনি। বৃষ্টিতে ভেসে যাওয়া তৃতীয় টিটোয়েন্টিতে ৭৩ রান করেন স্টাইলিশ এই ব্যাটসম্যান। শেষ ম্যাচে একটি করে ছক্কাচারে ১৩ বলে ২০ রানে অপরাজিত থাকা জাকের আলি এগিয়েছেন তিন ধাপ। তার অবস্থান এখন ৬০তম।

পূর্ববর্তী নিবন্ধতারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে চট্টগ্রাম জেলা দাবা স্কুল টুর্নামেন্ট উদ্বোধন
পরবর্তী নিবন্ধসিজেকেএস বাস্কেটবল প্রতিযোগিতা ২৬ ও ২৭ সেপ্টেম্বর