র‌্যাঙ্কিংয়ে তাসকিন হৃদয়দের উন্নতি

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ১৭ অক্টোবর, ২০২৪ at ৭:৩৪ পূর্বাহ্ণ

ব্যর্থতাময় ভারত সফরে টিটোয়েন্টি সিরিজে ভিন্ন ভিন্ন ম্যাচে ব্যক্তিগত নৈপুণ্য দেখান তাসকিন আহমেদ ও তাওহিদ হৃদয়। আইসিসি র‌্যাঙ্কিংয়ে এর পুরস্কারও পেলেন বাংলাদেশের এই দুই ক্রিকেটার। ছেলেদের র‌্যাঙ্কিংয়ের হালনাগাদ বুধবার প্রকাশ করেছে আইসিসি। তাসকিন, হৃদয় ছাড়াও টিটোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন লিটন কুমার দাস, মোস্তাফিজুর রহমান, তানজিদ হাসান। পেছানোর তালিকায় আছেন নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেনরা। দিল্লিতে দ্বিতীয় ম্যাচে ভারতের রানোৎসবের মাঝেও ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ২ উইকেট নেন তাসকিন। শেষ ম্যাচেও তিনি ধরেন এক শিকার। এর সৌজন্যে ১১ ধাপ এগিয়ে ১৯ নম্বরে উঠেছেন অভিজ্ঞ পেসার। সিরিজের তিন ম্যাচে ৪ উইকেট নেওয়া মোস্তাফিজ এক ধাপ এগিয়ে এখন ১৫ নম্বরে। দেশের বোলারদের মধ্যে তিনিই সবার ওপরে। শেষ দুই ম্যাচ মিলিয়ে ৫ উইকেট নিয়ে সাত ধাপ এগিয়ে ৬১ নম্বরে উঠেছেন তানজিম। তিন ম্যাচ মিলিয়ে ওভার প্রতি ১৪র বেশি রান খরচ করে ১২ ধাপ পিছিয়ে ৩৭ নম্বরে নেমে গেছেন লেগ স্পিনার রিশাদ। অফ স্পিনার শেখ মেহেদি হাসান তিন ধাপ পিছিয়ে এখন ৪১ নম্বরে।

হায়দরাবাদে ভারতের রানের সুনামির দিন বাংলাদেশের পরাজয়ের ব্যবধান কমান হৃদয়। ৪২ বলে ক্যারিয়ার সেরা ৬৩ রানের সৌজন্যে চার ধাপ এগিয়ে ২৭ নম্বরে উঠেছেন তরুণ ব্যাটসম্যান। এছাড়া দুই ধাপ এগিয়ে ৪০ নম্বরে লিটন। অধিনায়ক শান্ত তিন ধাপ পিছিয়ে এখন ৪৯ নম্বরে।

পূর্ববর্তী নিবন্ধপ্রথম দিন পরিচয় পর্বটা সেরেছেন সিমন্স
পরবর্তী নিবন্ধলঙ্কান টি-টেন লিগে সরাসরি দল পেলেন সাকিব আল হাসান