বাংলাদেশের জনপ্রিয় ইলেক্ট্রনিক্স বাজারজাতকারী প্রতিষ্ঠান সনি–র্যাংগস, সোনারতরী টাওয়ার, ১২ সোনারগাঁও রোড, বাংলামোটর, ঢাকা–এ অবস্থিত নিজস্ব শোরুমে ‘র্যাংগস বিজয় উৎসব–২০২৪’ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেছে। এ উপলক্ষে ক্রেতাসাধারণের জন্য থাকছে আর্কষণীয় সব অফার, ফ্রি গিফট ও ডিসকাউন্ট। পুরোনো যেকোনো ব্র্যান্ডের সচল বা অচল এলইডি টিভি থেকে নতুন মডেলের সনি ও এলজি টিভিতে আপগ্রেড করলেই থাকছে ৬৬,০০০ টাকা পর্যন্ত ছাড়। আমাদের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে থাকছে বিজয় উৎসব অফার মূল্যরে উপরে অতিরিক্ত বিশেষ ডিসকাউন্ট সুবিধা। এছাড়াও ক্রেতারা পাচ্ছেন নগদ পেমেন্ট এ ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।
‘র্যাংগস বিজয় উৎসব–২০২৪’ – ক্যাম্পেইন উদ্বোধন করেন সনি ইলেক্ট্রনিক্স বাংলাদেশ ব্রাঞ্চের হেড রিকি লুকাস এবং র্যাংগস ইলেক্ট্রনিক্স লিঃ –এর সিনিয়র জেনারেল ম্যানেজার মোহাম্মদ জানে আলম। এছাড়াও উপস্থতি ছিলেন বিভিন্ন বিভাগের র্ঊধ্বতন র্কমর্কতাবৃন্দ। আগামী ১৭ই ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত সকল বিক্রয় মাধ্যমে এ ক্যাম্পেইন একযোগে চলবে। খবর প্রেস বিজ্ঞপ্তির।












