আইসিসি ওয়ানডে ব্যাটারদের র্যাংকিংয়ে অবনতি হয়েছে বাংলাদেশের একাধিক ব্যটারের। এই তালিকায় আছেন লিটন দাস, সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ ও তানজিদ হাসান তামিম। তারা সবাই দুই ধাপ করে পিছিয়েছেন। মিরাজের আগের অবস্থান ছিল ৭০তম স্থানে। দুই ধাপ পিছিয়ে ৪৬২ রেটিং পয়েন্ট নিয়ে তিন এখন ৭২ নম্বরে নেমে গেছেন।
এছাড়া ৪৪৬ রেটিং পয়েন্ট নিয়ে ৭৯ নম্বরে লিটন, ৪৩৭ রেটিং পয়েন্ট নিয়ে ৮৭ নম্বরে সৌম্য, একই পয়েন্ট তানজিদ হাসান তামিমেরও। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবার ওপরে আছেন নাজমুল হোসেন শান্ত। ৫৭২ রেটিং পয়েন্ট নিয়ে ৩২ নম্বরে আছেন সাবেক এই অধিনায়ক। এ ছাড়া সেরা একশতে আছেন বাংলাদেশের তাওহিদ হৃদয় ও জাকের আলি।