বলিউডের আলোচিত পরিচালক রোহিত শেঠিকে অ্যাকশন ও কমেডি নির্ভর সিনেমা নির্মাণ করতে দেখা যায়। ২০১৮ সালে অভিনেতা রণবীর সিংকে নিয়ে ‘সিম্বা’ বানিয়েছেন তিনি। সুপারহিট সিনেমাটি বক্স অফিসে ২৪০ কোটি রুপি আয় করে। আবারো ‘পদ্মাবত’খ্যাত এই নায়ককে নিয়ে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন রোহিত শেঠি। বড় বাজেটের একটি কমেডি সিনেমায় তাঁরা জুটি বেঁধে কাজ করতে যাচ্ছেন। খবর বাংলানিউজের।
সংশ্লিষ্ট সূত্র বলেন, রোহিত তাঁর ‘গোলমাল’ ফ্র্যাঞ্চাইজি ও পুলিশ কেন্দ্রিক সিনেমার গল্প থেকে বেরিয়ে ভিন্ন স্ক্রিপ্ট নিয়ে কাজ করার পরিকল্পনা করছিলেন। লকডাউন তাকে এটি নিয়ে কাজ করার সুযোগ করে দেয়। আর তিনি যখন স্ক্রিপ্টটি রণবীরকে শোনান, তখন অভিনেতা কাজটি করার জন্য উদগ্রীব হয়ে পড়েন। তিনি আরও জানান, রোহিত-রণবীর দিন-রাত এক করে সিনেমাটির খসড়া স্ক্রিপ্ট নিয়ে কাজ করছেন। তবে এতে নায়িকা কে থাকবেন তা জানাননি। রোহিত শেঠি অক্ষয় কুমারকে নিয়ে নির্মাণ করেছেন ‘সূর্যবংশী’। এতে অজয় দেবগণ ও রণবীর সিংকেও দেখা যাবে। চলতি বছর ২৪ মার্চ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে সিনেমাটি আটকে গেছে।