টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পের ডাকাত সর্দার সালমান শাহসহ (২০) তিনজনকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ সদস্যরা। গত বৃহস্পতিবার ভোরে টেকনাফ নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প থেকে তাদের আটক করা হয়। এ সময় একটি দেশীয় তৈরি অস্ত্র (এলজি) ও কার্তুজ জব্দ করা হয়।
টেকনাফ ১৬ এপিবিএন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর পৌনে ৫ টার সময় টেকনাফ নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের এফ/৬ ব্লকে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল ডাকাত এমন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পলায়নের চেষ্টাকালে স্থানীয় ডাকাত সালমান শাহ গ্রুপের প্রধান হ্নীলা দক্ষিণ লেদা এলাকার শহিদুল ইসলাম প্রকাশ সালমান শাহ, নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের মো. শফি (১৯) ও কাছিম প্রকাশ ফড়িঙ্গাকে (২০) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় অপহরণ, দস্যুতা, অস্ত্র, মাদক ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
টেকনাফ ১৬ এপিবিএন অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম তারিক বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইননানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।












