কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে ৬ বসতঘর, ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনার পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় রোহিঙ্গাদের প্রচেষ্টায় আধ ঘণ্টা পরে আগুন নিয়ন্ত্রণে আসে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকাল সাড়ে ৩ টার দিকে নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্পে ২৬ সি ব্লকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন নয়াপাড়া ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মাঝি বদরুল ইসলাম।
মাঝি বদরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টার দিকে হঠাৎ করে নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্প ২৬ এর সি ব্লকে আগুনের সূত্রপাত হয়। পরে স্থানীয় রোহিঙ্গা ও ফায়ার সার্ভিস সদস্যরা আধ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন।