রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষের ঘটনায় আহত নারীর মৃত্যু

উখিয়া প্রতিনিধি | রবিবার , ৪ অক্টোবর, ২০২০ at ১১:৪৬ পূর্বাহ্ণ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উখিয়ার কুতুপালং ক্যাম্পে দুই গ্রুপের মাঝে দফায় দফায় হামলা ও গুলিবর্ষণের ঘটনায় আহত এক রোহিঙ্গা নারীর মৃত্যু হয়েছে। গত শুক্রবার সকালে তার মৃত্যু হয়।
নিহত নারীর নাম সমিরা আক্তার (৪১)। তিনি কুতুপালং ৩ নম্বর ক্যাম্পের এফ ব্লকের মৃত ছৈয়দ আলমের মেয়ে।
২ নম্বর ক্যাম্পের হেড মাঝি সিরাজুল মোস্তফা জানান, বৃহস্পতিবার রাত ১২টা থেকে ভোর পর্যন্ত এ হামলার ঘটনা ঘটে। ওই সময় সন্ত্রাসীদের হামলায় আরো ৯ জন রোহিঙ্গা আহত হয়। তাদের কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়।
কুতুপালং নিবন্ধিত পুরাতন ক্যাম্প ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হাফেজ জালাল আহমদ জানান, ক্যাম্পে নতুন আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সন্ত্রাসী বাহিনী আরসা গ্রুপ ও মুন্না গ্রুপের মধ্যে দ্বন্দ্বের কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। সাধারণ রোহিঙ্গারা এখন আতঙ্কিত হয়ে জীবন যাপন করছে।
উখিয়া থানার ওসি আহমেদ মনজুর মোরশেদ জানান, শুক্রবার বিকেলে পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এরপর ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় নিকটাত্মীয়দের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধমোহরায় দুই শতাধিক গাছ থেকে পেরেক ব্যানার উচ্ছেদ
পরবর্তী নিবন্ধধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে দুর্গাপূজা পালিত হবে