রোহিঙ্গা ক্যাম্পে ফের সংঘর্ষে নিহত ২

কক্সবাজার প্রতিনিধি | সোমবার , ৯ অক্টোবর, ২০২৩ at ৯:২৪ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ফের হত্যাকাণ্ডে ২ জন রোহিঙ্গা নিহত হয়েছে। সোমবার (৯ অক্টোবর) ভোর রাতে পৃথক ওই ঘটনা ঘটে।

জানা যায়, সোমবার রাত ৪ টার সময় রোহিঙ্গা ক্যাম্প-২ ইস্টের ৭ নং ব্লকে মাহমুদুল হকের বাড়ির সিঁড়িতে গুলি করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে নিহতের মরদেহ সুরতহাল রিপোর্ট তৈরি করতে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। নিহত সানাউল্লাহ (২৭) ক্যাম্প ৭ এর বি/২ ব্লকের বাসিন্দা।

অপরদিকে, সোমবার রাত ৩ টার সময় রোহিঙ্গা ক্যাম্প-৫ এর এ/৪ ব্লকের আলী জোহরের চায়ের দোকানের সামনে আহম্মদ হোসেন (৩৬) কে গুলি করে হত্যা করে। নিহত আহম্মদ হোসেন ক্যাম্প-৭ এর এ/৩৮ ব্লকের আব্দুল গফুরের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী। তিনি জানায়, উভয় ঘটনায় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে পৃথক দুটি মরদেহ গৃহন করে কক্সবাজার হাসপাতালে সুরতহাল রিপোর্টের জন্য মর্গে পাঠায়। ক্যাম্পের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধডেঙ্গুতে শিশুর মৃত্যু