রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ, গুলিবিদ্ধ তিন আরসা সদস্য গ্রেপ্তার

উখিয়া প্রতিনিধি | শুক্রবার , ৪ আগস্ট, ২০২৩ at ৬:৩৮ পূর্বাহ্ণ

উখিয়ার কুতুপালং ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সঙ্গে মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ আরাকান স্যালভেশন আর্মির (আরসা) সদস্যদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। প্রায় আড়াই ঘণ্টাব্যাপী গোলাগুলির পর গুলিবিদ্ধ অবস্থায় আরসার তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে চারটা থেকে থেমে থেমে সকাল সাতটা পর্যন্ত কুতুপালং ক্যাম্প৬ ও ক্যাম্প৭ এর মাঝামাঝি ডিব্লকে এ ঘটনা ঘটে। এ সময় একটি দেশীয় ওয়ান শুটারগান ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার আরসা সদস্যরা হলেন ক্যাম্প৬ এর সোলাইমানের ছেলে আবুল হাসেম (৩০), ক্যাম্প৭ এর আবদুস শরীফের ছেলে রুহুল আমিন (২৩) ও ক্যাম্প৫ এর আবদুল মাজেদের ছেলে কামরুল হাসান (২২)

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক সৈয়দ হারুন অর রশীদ বলেন, আরসার সন্ত্রাসীরা ক্যাম্পের এক রোহিঙ্গা মাঝিকে অপহরণের চেষ্টা চালাচ্ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা এপিবিএন সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে এপিবিএনও গুলি চালায়। আড়াই ঘণ্টা থেমে থেমে গোলাগুলির পর অবস্থা বেগতিক দেখে আরসার সদস্যরা পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গোলাগুলির ঘটনায় উখিয়া থানায় মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধপ্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে
পরবর্তী নিবন্ধশেখ হাসিনার স্বপ্ন শহর ও গ্রামের মধ্যে কোনো পার্থক্য থাকবে না