রোহিঙ্গা ক্যাম্পে নারী পুলিশকে উত্ত্যক্ত, ধাওয়া-পাল্টা ধাওয়া

কক্সবাজার প্রতিনিধি | মঙ্গলবার , ৬ মে, ২০২৫ at ৭:০২ পূর্বাহ্ণ

কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ট্রানজিট ক্যাম্পে এপিবিএন পুলিশের এক নারী সদস্যকে উত্ত্যক্ত করার ঘটনায় রোহিঙ্গা যুবকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ও ধাওয়াপাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। গত রোববার রাতে দিকে ট্রানজিট ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি মুহাম্মদ আরিফ হোসাইন।

পুলিশ জানায়, রাতে অভ্যন্তরীণ ব্রিফিং শেষে ফিরছিলেন এপিবিএনের সদস্যরা। এ সময় কয়েকজন রোহিঙ্গা যুবক পেছন থেকে এক নারী পুলিশ সদস্যের বোরকা ধরে টান দেয় এবং উত্ত্যক্ত করে। বিষয়টি দেখে ওই নারীর স্বামী পুলিশ সদস্য শাকিল আহমেদসহ অন্যরা প্রতিবাদ করলে রোহিঙ্গারা তাদের গালিগালাজ করে।

পরবর্তীতে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য ক্যাম্পে নেওয়া হলে তাদের পরিবারের সদস্য ও অন্যান্য রোহিঙ্গারা উত্তেজিত হয়ে উঠে। একপর্যায়ে তারা পুলিশ বক্স লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ জেলা আ.লীগের প্রচার সম্পাদক নুরুল আবছার গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধআইনজীবী আলিফ হত্যা মামলায় চিন্ময়কে গ্রেপ্তার দেখানোর আদেশ