রোহিঙ্গা ক্যাম্পে দুই ডাকাত দলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১

কক্সবাজার প্রতিনিধি | বৃহস্পতিবার , ২২ মে, ২০২৫ at ৬:৫৭ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই ডাকাত দলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়েছে মৌলভী জাবের (৩০) নামে এক ডাকাত। গতকাল বুধবার ভোর রাতে উপজেলার নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ডাকাত নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পের জকির আহমদের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ওই ক্যাম্পের রোহিঙ্গা মাঝি সৈয়দ মিয়া।

তিনি জানান, রাতে ক্যাম্পে ডাকাত নুর কামাল ও মৌলভী জাবের গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় মৌলভী জাবের গুলিবিদ্ধ হন। পরে তার দলের সদস্যরা তাকে উদ্ধার করে ক্যাম্প সংলগ্ন জিকে হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ক্যাম্পে দুই ডাকাত দলের মধ্যে গোলাগুলি হয়েছে। মৌলভী জাবের নামের একজন ডাকাত এতে গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পূর্ববর্তী নিবন্ধপশুর চামড়া সংরক্ষণে বিনামূল্যে ৩০ হাজার টন লবণ দেবে সরকার
পরবর্তী নিবন্ধ২৪ ঘণ্টা বন্দরের কার্যক্রম চালু না থাকলে শ্রমিকদের বেতন-ভাতার দায়িত্ব নেবেন না মালিকরা