রোহিঙ্গা ক্যাম্পে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

টেকনাফ প্রতিনিধি | সোমবার , ২০ সেপ্টেম্বর, ২০২১ at ৬:১৬ পূর্বাহ্ণ

রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার। গতকাল রবিবার দুপুরে কক্সবাজারের উখিয়া কুতুপালং ৪ নং রোহিঙ্গা ক্যাম্পের নারী সেবায় নিয়োজিত হোপ হাসপাতালের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনসহ মতবিনিময় করেন। মার্কিন রাষ্ট্রদূতের সফরসঙ্গী হিসেবে ছিলেন মাইসিলি রিনি এডিলমেন, মারসা মাইকেলসহ জাতিসংঘ শরণার্থী সংস্থার বিভিন্ন কর্মকর্তা।
পরে তিনি ৫ নং ক্যাম্পের গণস্বাস্থ্য হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে ইউএনএইচসিআরের প্রতিনিধিগন রাষ্ট্রদূতের সাথে গ্যাস ও পুষ্টি সহায়তা কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। বিকালে বিশ্ব খাদ্য সংস্থার খাদ্য সহায়তা কেন্দ্র পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত। উল্লেখ্য, মার্কিন রাষ্ট্রদূত তিন দিনের সফরে গত ১৮ সেপ্টেম্বর শনিবার কক্সবাজার আসেন। বিকাল সাড়ে ৪ টার দিকে উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন তারা। এ সময় প্রতিনিধি দল ইউএনএফপিএ এবং ডব্লিউএফপির গণউন্নয়ন কেন্দ্র সংস্থার তত্ত্বাবধানে পরিচালিত উইমেন লিড কমিউনিটি সেন্টার পরিদর্শন করে।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ব পরিচ্ছন্নতা দিবস উদযাপন
পরবর্তী নিবন্ধকাপ্তাই লেকে নৌকা থেকে পড়ে ইউপি সদস্য নিখোঁজ