কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে ট্রাক চাপায় বেসরকারি সংস্থায় কর্মরত রাবেয়া আক্তার (২২) নামের এক শিক্ষিকা নিহত হয়েছেন।
গত মঙ্গলবার বিকেল ৫টার দিকে উখিয়ার লম্বাশিয়া ১–ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি–১৫ ব্লকের ফলিয়াপাড়া রাস্তার মাথা এবং লম্বাশিয়া ১–ওয়েস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ–১৫ ব্লকের রাস্তার মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাবেয়া আক্তার উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া এলাকার হেলাল উদ্দিনের স্ত্রী। তিনি রোহিঙ্গা ক্যাম্পে একটি বেসরকারি সংস্থায় শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত উপ–মহাপরিদর্শক (এডিআইজি) মো. সিরাজ আমিন এই তথ্য জানান।