কক্সবাজারের উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জের ধরে রেহেনা আক্তার (২৪) কে গলা কেটে হত্যা করা হয়েছে। নিহত রেহেনা আক্তার উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ ইদ্রিসের স্ত্রী বলে জানা গেছে।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল তিনটার দিকে উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের কে-৯ ব্লকে এ হত্যকাণ্ডে ঘটনা ঘটে।
ক্যাম্প প্রশাসনের সহযোগিতায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরো বলেন, আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।