আধিপত্য বিস্তারকে কেন্দ্রে করে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আরকান সালভেশন আর্মি (আরসা) দুই গ্রুপের মধ্যে দফায় দফায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন হেড মাঝিসহ ৩ জন রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়েছে।
বৃহস্পতিবার (২১ জুলাই) রাত ১০টার দিকে উখিয়া ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, ক্যাম্প ৪ ব্লক ডি এর হেড মাঝি মো. হোসেন আলী, ব্লক এফ/১১ এর রশিদ আলম ও নূর হোসেন।আহতরা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের মধ্যে মো. হোসেন আলী মাঝির অবস্থা আশংকাজনক।
১৪ আমর্ড পুলিশের অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক বলেন, ৪ নম্বর ক্যাম্পে কথিত আরসার দুইটি গ্রুপের মধ্যে গোলাগুলির এ ঘটনা ঘটেছে। এতে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।