কক্সবাজারের উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান চালিয়ে বিদেশি পিস্তল-গুলিসহ এক রোহিঙ্গাকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।
এ সময় ১টি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত হলো উখিয়ার ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মৃত নবী হোসেনের ছেলে মোহাম্মদ নজিম উদ্দিন। গ্রেফতারকৃত আসামীকে সন্ধ্যায় উখিয়া থানায় হস্তান্তর করা হয়।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত উখিয়ার জামতলী ও ময়নার ঘোনা রোহিঙ্গা ক্যাম্পে এ যৌথ অভিযান চালানো হয়।
জানা যায়, উখিয়ার ১৫ ও ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অবৈধ অস্ত্রধারী ও দুস্কৃতিকারীদের গ্রেফতারের লক্ষ্যে এপিবিএন এর পর্যাপ্ত অফিসার ফোর্স র্যাব, বিজিবি এবং আনসার সদস্যদের সমন্বয়ে এ যৌথ অভিযান পরিচালনা করেন।
এ ব্যাপারে ৮ এপিবিএন এর অধিনায়ক (অতিরিক্ত ডি আইজি) আমির জাফর সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন গ্রেফতারকৃত আসামীকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।