রোমের প্রিয় গির্জায় সমাহিত পোপ ফ্রান্সিস

শেষ শ্রদ্ধা জানাতে ভ্যাটিকানে লাখো মানুষ

| রবিবার , ২৭ এপ্রিল, ২০২৫ at ৪:৪১ পূর্বাহ্ণ

পোপ ফ্রান্সিসের মরদেহ তার প্রিয় গির্জা রোমের সেইন্ট সান্তা মারিয়া মেজোরে ব্যাসিলিকার ভেতরে সমাধিস্থ করা হয়েছে, এক বিবৃতিতে জানিয়েছে ভ্যাটিকান। গতকাল শনিবার ভ্যাটিকানের সেইন্ট পিটার’স চত্বরে শেষকৃত্যের প্রার্থনসভা অনুষ্ঠানের পর পোপ ফ্রান্সিসের শেষ ইচ্ছা অনুযায়ী তার মরদেহবাহী কফিন সমাধিস্থ করার জন্য রোমের ওই ব্যাসিলিকাটিতে নিয়ে যাওয়া হয়।

আর্জেন্টাইন এই পোপ গত সোমবার স্ট্রোক করে ও হৃদযন্ত্র বিকল হয়ে মারা যান। তার বয়স হয়েছিল ৮৮ বছর। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী, গতকাল রোমের স্থানীয় সময় দুপুর ১টায় ফ্রান্সিসকে সমাহিত করার অনুষ্ঠান শুরু হয়। এরপর আধ ঘণ্টার মধ্যেই শেষ শয্যায় শায়িত করা হয় তাকে। খবর বিডিনিউজের।

বিবৃতিতে ভ্যাটিকান বলেছে, এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে ভ্যাটিকানের বাইরে সমাহিত হওয়া প্রথম পোপ তিনি। তার এই সমাহিতকরণ একান্তে অনুষ্ঠিত হয়েছে। তার নিকটতমদের শ্রদ্ধা জানানোর অনুমতি দেওয়া হয়েছিল। ফ্রান্সিসের ইচ্ছা অনুযায়ী, ইতালির রাজধানীর এই সান্তা মারিয়া মাজোরে গির্জাই হয়েছে তার শেষ বিশ্রামস্থল। ভ্যাটিকান জানিয়েছে, আজ রোববার সকাল থেকে আগ্রহীরা ফ্রান্সিসের সমাধি পরিদর্শন করতে পারবেন।

আর্জেন্টিনায় জন্ম নেওয়া ফ্রান্সিস ৮৮ বছর বয়সে গত সপ্তাহে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর পরপরই প্রায় দেড়শ কোটি অনুসারীর ক্যাথলিক চার্চ পোপ বিদায়ের প্রাচীন রীতি ও আনুষ্ঠানিকতা শুরু করে। তাকে শ্রদ্ধা জানাতে গত বুধবার সকাল থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পোপের মরদেহ ষোড়শ শতাব্দীতে নির্মিত সেইন্ট পিটার’স ব্যাসিলিকায় শায়িত রাখা হয়। এই সময়ের মধ্যে প্রায় আড়াই লাখ মানুষ তার প্রতি শেষ শ্রদ্ধা প্রদর্শন করেছেন বলে জানিয়েছে ভ্যাটিকান। তারপর গতকাল সেইন্ট পিটার’স চত্বরে ভ্যাটিকানের স্থানীয় সময় সকাল ১০টা থেকে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার প্রার্থনাসভা শুরু হয়। এই প্রার্থনাসভা শেষ হওয়ার পর একটি বিশেষ গাড়িতে করে পোপের কফিন সান্তা মারিয়া মাজোরে গির্জায় নিয়ে যাওয়া হয়। এখানে একান্তে একটি সংক্ষিপ্ত প্রার্থনাসভা অনুষ্ঠিত হওয়ার পর কার্ডিনাল চেম্বারলেইন কেভিন জোসেফ ফারেলের নেতৃত্বে পোপ ফ্রান্সিসকে সমাহিত করা হয়।

এর আগে পোপ ফ্রান্সিসের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস গতকাল ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে পোপের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগদান করেছেন। প্রধান উপদেষ্টা সেন্ট পিটার্স বাসিলিকায় প্রবেশ করলে ভ্যাটিকানের জ্যেষ্ঠ কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান।

ভ্যাটিকান জানিয়েছে, ইতালির রাজধানীর রাজপথ দিয়ে নিয়ে যাওয়ার সময় পোপের কফিনের মিছিল দেখতে প্রায় দেড় লাখ মানুষ রাস্তার পাশে জড়ো হয়েছিলেন। এর আগে সেইন্ট পিটার্স চত্বরে পোপের অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে আড়াই লাখ মানুষ হাজির হয়েছিলেন বলে জানিয়েছে তারা। আর ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এই দুই স্থানে অন্তত চার লাখ মানুষ জড়ো হয়েছিলেন।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে ছুরি মেরে ছিনতাই, গ্রেপ্তার ৩
পরবর্তী নিবন্ধ৭৮৬