রোমাঞ্চকর লড়াইয়ে ফ্রান্সের কাছে হেরে বিদায় বাংলাদেশের

অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক | বুধবার , ৩ ডিসেম্বর, ২০২৫ at ৫:১০ পূর্বাহ্ণ

ভারতে অনুষ্ঠানরত অনূর্ধ্ব২১ হকি বিশ্বকাপে গতবারের রানার্স আপ ফ্রান্সের চোখে চোখ রেখে লড়াই করল প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলাদেশ। প্রথম কোয়ার্টারে পিছিয়ে পড়ার ধাক্কা সামলে নেয় দ্বিতীয় কোয়ার্টারে। প্রতিপক্ষের দাপটের পর শেষ দিকে লড়াই ফের জমিয়ে তুললেন আমিরুলআব্দুল্লাহরা; কিন্তু পারলেন না হার এড়াতে। তাতে শেষ হয়ে গেল বাংলাদেশের কোয়ার্টারফাইনালে খেলার আশাও। ভারতের তামিলনাড়ুতে মঙ্গলবার ৩২ গোলে হেরেছে বাংলাদেশ। বাংলাদেশের গোল দুটি করেন মোহাম্মদ আব্দুল্লাহ ও আমিরুল ইসলাম। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৩ ব্যবধানে হেরে পুল ‘এফ’এ যাত্রা শুরুর পর দক্ষিণ কোরিয়াকে ৩৩ গোলে রুখে দিয়েছিল বাংলাদেশ।

তিন ম্যাচে দুই হার ও এক ড্রয়ে পুল পর্ব থেকে ছিটকে যাওয়ার পর, তারা এখন খেলবে স্থান নির্ধারণী ম্যাচে। দক্ষিণ কোরিয়াকে ড্রয়ে রুখে দেওয়ার তৃপ্তি নিয়ে ফ্রান্সের বিপক্ষে নামা বাংলাদেশ পিছিয়ে পড়ে সপ্তম মিনিটে; পেনাল্টি স্ট্রোকের গোলে। দ্বিতীয় কোয়ার্টারে আব্দুল্লাহর ফিল্ড গোলে সমতায় ফিরে দল। অস্ট্রেলিয়াকে ৮৩ ও দক্ষিণ কোরিয়াকে ১১১ গোলে হারিয়ে আসা ফ্রান্স তৃতীয় কোয়ার্টারের শুরু থেকে চেপে ধরে বাংলাদেশকে। এই কোয়ার্টারে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ফরাসিরা। চতুর্থ কোয়ার্টারে ম্যাচ জমিয়ে তোলে বাংলাদেশ। আগের দুই ম্যাচে হ্যাটট্রিক উপহার দেওয়া আমিরুল পেনাল্টি কর্নার থেকে স্কোরলাইন করেন ৩২। কিন্তু বাকি সময়ে আর তেমন কিছু করতে পারেনি বাংলাদেশ।

পূর্ববর্তী নিবন্ধ৫০০ অসহায় মানুষকে তামিমের খাবার বিতরণ
পরবর্তী নিবন্ধঅ্যান্টিবায়োটিকের ব্যবহারে সচেতন না হলে ভবিষ্যতে খেসারত দিতে হবে