সাধ জাগে উড়বার
পাখি হয়ে দুর্বার,
দেশে দেশে ঘুরবার।
দেশমাকে আঁকবার
মা মা বলে ডাকবার,
হাসি সুধা মাখবার।
ফুল হয়ে ফুটবার
ঘ্রাণে প্রাণ লুটবার,
নদী হয়ে ছুটবার।
মাকে পারি ছাড়বার?
চাই না তো হারবার
জয়ী হতে বারবার–
যেতে হবে কদ্দূর?
পথ খোলা যদ্দুর!
যায় ডেকে রোদ্দুর।