রোটারী বেতাগী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে আহরণ শিক্ষক সভা

| বুধবার , ১৫ জানুয়ারি, ২০২৫ at ৯:০৩ পূর্বাহ্ণ

আহরণ পরিবেশ উন্নয়ন স্বউদ্যোগ কার্যক্রমের আওতায় গত ১৩ জানুয়ারি রাঙ্গুনিয়া উপজেলার রোটারী বেতাগী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে আহরণ শিক্ষক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মোহাম্মদ শামসুল আলম।

সিনিয়র শিক্ষক নুরুল ইসলামের সঞ্চালনায় সভার শুরুতে সিনিয়র শিক্ষক শিল্পী বড়ুয়া প্রার্থনা কবিতা পাঠ করেন। আহরণ প্রসঙ্গ, আহরণ কণিকা ও আহরণ ঘোষণাপত্র পাঠ করেন শিক্ষক সুজন কুমার সেন, এসএম পেয়ারুল হক ও সুজন চন্দ্র দাশ। বক্তারা আহরণ উদ্যোগের পরিবেশ উন্নয়ন নীতিমালা নিয়ে মতামত ব্যক্ত করেন। আহরণ ভাবধারা পরিবেশন করেন আহরণ উদ্যোক্তা চৌধুরী আহসানুল করিম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসত্যকে প্রতিষ্ঠিত করতে সহায়তা করে এমন সাংবাদিকতা করুন
পরবর্তী নিবন্ধনগরীর ১৬ থানায় হবে সিটিজেন ফোরামের মতবিনিময়