রোটারী ক্লাব চিটাগং ইস্টের শিক্ষা সামগ্রী বিতরণ

| সোমবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:৩৫ পূর্বাহ্ণ

রোটারী ক্লাব চিটাগং ইষ্টের শিক্ষা সামগ্রী বিতরণ সম্প্রতি অনুষ্ঠিত হয়। নোয়াখালীর মাইজদী আইয়ুবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর শিশুদের হাতে রোটারীর লোগো চিহ্নিত স্কুল ব্যাগ বিতরণ করা হয়।এসময় রোটারী ক্লাব প্রেসিডেন্ট শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পড়ালেখার পাশাপাশি তোমরা চমৎকার একজন ভালো মনের মানুষ হবে এই প্রত্যাশা। ধর্মবর্ণ সব ভুলে তোমরা মানুষের মতো মানুষ হবে এটিই আমাদের প্রত্যাশা। উপস্থিত ছিলেন ক্লাব সেক্রেটারী জুবাইদুর রহমান সাকিব, রোটারিয়ান হাসিনা আক্তার লিপি, রোটারিয়ান রাকিবুল ইসলাম, রোটারিয়ান নাসিমা আক্তার, রোটারিয়ান চম্পা কলি বড়ুয়া এবং স্কুল কমিটির সভাপতি অ্যাডভোকেট বি.এম.ইউ খায়রুল ইসলাম, আব্দুর রহিম, প্রধান শিক্ষক মো. নুরুল আবছার, সহকারী শিক্ষক রাবেয়া আক্তার, সহকারী শিক্ষক আলেয়া বেগম, সহকারী শিক্ষক রোকসানা আক্তার, সহকারী শিক্ষক বিবি কুলছুম ইশান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় বিএনপির আনন্দ মিছিল
পরবর্তী নিবন্ধপ্রথমবারের মতো আইনবিদ লেখক সংবর্ধনা অনুষ্ঠিত